About

স্বাগতম!


বৈচিত্র্যময় এই পৃথিবীর প্রতিটি ধুলিকণারও আলাদা গল্প আছে। প্রত্যেক গাছের আছে আলাদা অনুভুতি। আবেগে ভেসে চলে কত নদী , বিদ্রোহী ছন্দে মরুভূমি সাজায়  মরিচিকা। বেদনার সুরে বান আসে, হয়তো ঢেউয়ের তোড়ে ডিঙি নৌকার পাল ভাঙে। বাতাসে খুশির আমেজ , আর আকাশে মেঘের প্রেম । হ্যাঁ , এইসব গল্প , কবিতা , সারাংশ দিয়েই সাজানো রয়েছে এই ব্লগটা। আমি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, সবরকম  বই পড়তে ভালোবাসি । একমাত্র বইয়ের মাধ্যমেই আমি আমার আমিকে ভালোভাবে চিনেছি, জেনেছি। বিগত বছরগুলোতে আমার পড়া গল্পের আবেগঘন মুহূর্তগুলো ভাগ করতে চাই, ভাগ করতে চাই কবিতার ভালোবাসার ছন্দেরা যেখানে লজ্জায় রাঙা। তাহলে শুরু করা যাক , পুরোনো পথে নতুন ভাবে একটুখানি এগিয়ে যাওয়া যাক , একসঙ্গে। আনন্দ, দুঃখের, রহস্য , প্রেমের জোয়ারে আরও একবার ভাসিয়ে দিই , আমাদের ছোট্ট ডিঙি নৌকা ‌।

Post a Comment

0 Comments