Bengali short poem 🌹তোমাকে ভালোবাসবো বলে🌹

তোমাকে ভালোবাসবো বলে

তোমাকে ভালোবাসবো বলে

কলমে: অনিষ বসাক

তোমাকে ভালোবাসবো বলে ___
আমার কখনো নতুন ভোরের আনকোরা সূর্য্যের
আলোয় স্নান করা হয়নি।
কখনো শিশির ভেজা সবুজ ঘাসে খালি পায়ে একলা পথ চলা হয়নি।
শুধুমাত্র অলীক কল্পনায় ভেসে গেছি
দুরন্ত হাওয়ার মতন দূর থেকে দূরে কোনো এক অসীম সীমান্তের খোঁজে,
যেখানে সারি সারি কৃষ্ণচূড়া গাছ সেজে আছে
লাল বাহারি সাজে।
তার নিচে ঝরে আছে অফুরন্ত কৃষ্ণচূড়া,
ওপরে নীল আকাশের সামিয়ানা,
পাশ দিয়ে বেঁকে গেছে এক স্রোতস্বিনী, 
যার তীরে বাঁধা আছে এক জীর্ণ তরণী।
ওই তরণীতে বসে তোমার কোলে মাথা রেখেছি,  আর হারিয়ে গেছি দুজনেই এক মধুর মোহে।

তোমাকে ভালোবাসবো বলে ___
কখনো একলা দুপুরে খোলা জানলার পাশে বসে অপেক্ষার দিন গুনা হয়নি।
শ্রাবণে রিমঝিম ঘন বর্ষার দিনেও দুহাত বাড়িয়ে
কখনো ওই বর্ষার পরশ নেওয়া হয়নি।
শুধু ভিজেছি তোমার প্রেমের এক অদ্ভুত মায়ায়,
প্রহর গুনেছি শুধু তোমার ওই নীল নীল চোখে চেয়ে।
তোমার ওই এলোমেলো ঘন কালো চুলের পরশ নিয়েছে প্রতিটাক্ষণ আমার এই হাতের আঙুল।

তোমাকে ভালোবাসবো বলে ___
চিন্তার অবকাশে কখনো কালের বৈচিত্রের রঙ অবগত হয়নি।
সময়ের ক্যানভাসে বিচলিত মনের অবিরাম হৃদস্পন্দনটারও গভীরতা আঁকা হয়নি।
শুধু আনোখা খেয়ালে তোমার রূপের বর্ণনা পড়ে গেছি প্রতিটা মুহূর্ত,
আর মুখচোরা ইচ্ছা গুলো তোমার ওই শাড়ীর আঁচলে গেঁথে গেছি নকশী গাঁথার মতন।

তোমাকে ভালোবাসবো বলে __
শেষ বিকেলে মন খারাপের বাঁশির সুরে নিজের অনুভূতিটাকে কখনো জড়ানো হয় নি।
ভীষণ খেয়ালে রাত জাগা খাতার পাতায় তোমাকে নিয়ে একটাও কবিতা লেখা হয়নি।
শুধু এই আনাড়ি মনে খুশির বিহ্বলে কষে গেছি তোমার আমার অচিন প্রণয়ের ধারাপাত,
আর টিক টিক ঘড়ির কাটার সাথে সাথে বুনে গেছি স্বপ্নজাল শুধু তোমাকে নিয়ে,
শুধু তোমাকেই নিয়ে।
তোমাকে ভালোবাসবো বলে ॥
           _____________

Post a Comment

0 Comments